About Us

About Phulbari Govt. College, Phulbari, Dinajpur

দিনাজপুর জেলার চিরিরবন্দর ,পার্বতীপুর, ফুলবাড়ী, নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট সহ ০৭ টি উপজেলার কেন্দ্রস্থল ফুলবাড়ী উপজেলার কোলাহলমুক্ত পরিবেশে ২০.৯৮ একর জমির উপরে ফুলবাড়ী সরকারি কলেজ অবস্থিত । কলেজটি প্রতিষ্ঠা হয় ০১ জুলাই ১৯৬৩ খ্রিস্টাব্দে এবং জাতীয়করণ হয় ০৫/১১/১৯৮৯ খ্রিস্টাব্দে। কলেজটির পূর্বদিকে ৫১ নং ছোট যমুনা নদী , উত্তর দিকে সড়ক ও জনপথের রাস্তা পশ্চিম দিকে ফুলবাড়ী-মাদিলাহাট পাকা রাস্তা দক্ষিণ দিকে বাজার। কলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় এবং স্নাতক পর্যায়ে বিএসসি, বিএ, বিএসএস ও বিবিএস শাখায় পাঠ দান করা হয়। অত্র কলেজে প্রায় ৫০০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। অধ্যক্ষ ও উপাধ্যক্ষ সহ ৫১ টি পদের মধ্যে ২৭ জন শিক্ষক, প্রদর্শকের ০৪ টি পদের মধ্যে ০২ জন কর্মরত আছেন, সহকারী লাইব্রেরীয়ান একজন আছন। তৃতীয় শ্রেণির অফিস কর্মচারীর ০৪ টি পদের মধ্যে ০১ জন এবং ৪র্থ শ্রেণির কর্মচারীর ১৯ টি পদের মধ্যে ০৪ জন কর্মরত আছে । ক্ষন্ডকালীণ শিক্ষক ০২ জন এবং মাস্টার রোল কর্মচারী ১৭ জন কর্মরত আছে ।