এইচএসসি শিক্ষার্থীদের বোর্ড বৃত্তি ফরম-২০২২

19-03-2022

অত্র কলেজের একাদশ শ্রেণির (শিক্ষাবর্ষ ২০২১-২২) বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, যারা ২০২১ সালের এসএসসি পরীক্ষায় বোর্ড বৃত্তি পেয়েছে তাদেরকে সংযুক্ত ফরম যথাযথভাবে পূরণ করে আগামী ২৫/০৩/২০২২ খ্রি. তারিখের মধ্যে কলেজ অফিসে জমা দেয়ার জন্য বলা হলো। উল্লেখ থাকে যে, যারা ফরম পূরণ করবে না কিংবা ভুল ও ত্রুটিপূর্ণ তথ্য প্রদান করবে তাদের বৃত্তির অর্থ প্রাপ্তিতে বিঘ্ন ঘটলে কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
বি:দ্র: প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই নিজ নামে অথবা পিতা-মাতার সাথে যৌথ নামে ব্যাংক একাউন্ট খুলতে হবে।
ফরম ডাউনলোড লিংক:
*** বোর্ড বৃত্তি প্রদান সংক্রান্ত শিক্ষার্থী প্রোফাইল ও ডাটাবেজ প্রনয়ণের লক্ষে শিক্ষার্থীর তথ্যফরম পূরণে নিম্নোক্ত সকল ডকুমেন্ট ফরম-এর সাথে জমা দিতে হবে।
১। এসএসসি/দাখিল/ ভোকেশনাল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট এর ফটোকপি ০১টি।
২। শিক্ষার্থীর ১৭ ডিজিট অন-লাইনের জন্ম সনদের ফটোকপি ০১টি। (হাতে লেখা হবে না।)
৩। পিতার জাতীয়পরিচয়পত্রের (NID) ফটোকপি ১টি। (পরিচয়পত্রের অপর পৃষ্ঠায় পিতার মোবাইল নম্বরটি লিখে দিতে হবে)।
৪। মাতার জাতীয়পরিচয়পত্রের (NID) ফটোকপি ১টি। (পরিচয়পত্রের অপর পৃষ্ঠায় মাতার মোবাইল নম্বরটি লিখে দিতে হবে) 
৫। পিতা-মাতা উভয়ই জীবিত না থাকলে অভিভাবকের জাতীয়পরিচয়পত্রের (NID) ফটোকপি ১টি।
৬। ব্যাংক স্টেটমেন্টের কপি ০১টি। 
৭। বৃত্তির গেজেটের ফটোকপি ০১টি।

Download click here...